কেশিয়াড়িতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ

0
2

রাজ্যে প্রথম দফা ভোটের আগেই উত্তপ্ত কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। উদ্ধার বিজেপি সমর্থকের রক্তাক্ত দেহ। বাড়ির উঠোনেই মিলল নিহত বিজেপি সমর্থক মঙ্গল সোরেনের দেহ। বাড়িতে ঢুকে বিজেপি সমর্থককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন-শালবনিতে সুশান্ত ঘোষের ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর, গ্রেফতার ১

বিজেপির অভিযোগ, বাড়িতে ঢুকে বিজেপি সমর্থক মঙ্গল সোরেনকে পিটিয়ে মারে তৃণমূলের কর্মীরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, গতকাল রাতে তৃণমূলের সঙ্গে বচসা হয়। ঘটনায় ওই যুবকের বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে জেলা প্রশাসনের থেকে রিপোর্ট পেয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এই ঘটনার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। জেলা প্রশাসনের জানিয়েছে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু নয় বলে রিপোর্ট পেয়ে জানাল কমিশন।

Advt