কেন্দ্রীয় সরকারের আনা তিনটি কৃষি আইনের(Farm law) প্রতিবাদে লাগাতার আন্দোলন(protest) জারি রেখেছেন দেশের কৃষকরা। সংযুক্ত কৃষক মোর্চার ডাকে শুক্রবার দেশজুড়ে ভারত বনধ(Bharat bandh) পালন করা হচ্ছে। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম-বৃদ্ধির প্রতিবাদে আজ ‘চাক্কা জ্যাম’-র ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
তিনটি কৃষি আইন বাতিল করার দাবিতে ১০০ দিনেরও বেশি সময় ধরে লাগাতার আন্দোলন জারি রেখেছেন দেশের কৃষকরা। দিল্লির সীমান্তে হাজার হাজার কৃষক চালিয়ে যাচ্ছেন অবস্থান-বিক্ষোভ। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ গত বছরের শেষের দিকে ভারত বনধ ও রেল রোকো কর্মসূচি পালন করা হয়েছিল কৃষকদের তরফে। এরপর শুক্রবার ফের ডাকা হল ভারত বনধ। এ কর্মসূচি পালন করতে দেশের সমস্ত সাধারণ মানুষকে এবং কৃষক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে অন্নদাতাদের তরফে। কৃষকদের ডাকা ভারত বনধের জেরে শুক্রবার সকাল থেকেই পাঞ্জাব হরিয়ানাতে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ।
আরও পড়ুন:বাঘমুন্ডি-বিষ্ণুপুরে অমিত সভায় ফাঁকা মাঠ! ভোটের আগে কপালে ভাঁজ বিজেপি নেতাদের
সংযুক্ত কৃষক মোর্চার তরফে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পালন করা হবে এই বনধ কর্মসূচি। তবে নির্বাচনের কারণে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা, পুদুচেরিতে পালিত হচ্ছে না বনধ। যদিও দেশের বাকি অংশে সকাল থেকেই লক্ষ্য করা গিয়েছে বনধের প্রভাব।








































































































































