শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করে অভিনব সেলিব্রেশন কে এল রাহুলের( K l rahul)। শতরান করেই ক্রিজের মাঝেই দুকানে হাত দিয়ে দাঁড়ান রাহুল। এমনই সেলিব্রেশনে মাতলেন তিনি। ইনিংস শেষে অবশ্য এই অভিনব সেলিব্রেশনের কথা জানাতে ভুললেন না কে এল রাহুল।

ইনিংস শেষে রাহুল বলেন,” কাউকে অপমান করতে চাইনি, তবে চুপ করতে বলছিলাম। এমন প্রচুর মানুষ রয়েছেন, যাঁরা সব সময় নীচের দিকে টানবে”। এর পাশাপাশি রাহুল বলেন,” রান করতে পারলে আত্মবিশ্বাস আসে। টি-২০ সিরিজে হতাশ ছিলাম রান না করতে পেরে। নিজের কাজটা করতে পেরেছি। সমালোচকরা তো কথা বলবেই। নিজের কাজ করে যেতে হবে তার মধ্যেই, এটাই তো সেদিন বললেন অধিনায়ক কোহলি, “কুছ তো লগ ক্যাহেঙ্গে, লোগো কা কাম হ্যায় ক্যাহনা।”
রাহুলের এই কথা বলার যথেষ্ট কারণ ও রয়েছে। রাহুল ছন্দ হারানোর পর বার বার সমালোচকদের আক্রমণ সহ্য করতে হয়েছে তাঁকে।
আরও পড়ুন:দ্বিতীয় একদিনের ম্যাচে রেকর্ড কোহলির









































































































































