সম্ভবত এপ্রিলেই অস্ত্রোপচার শ্রেয়সের

0
1

এপ্রিলেই অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা শ্রেয়স আইয়রের ( Shreyas iyer)। ভারত-ইংল‍্যান্ড ( india vs england) প্রথম একদিনের ম‍্যাচে কাঁধে চোট পান তিনি। যার কারণে শেষ দুই একদিনের ম‍্যাচ এবং আইপিএল( ipl) থেকেও ছিটকে যান শ্রেয়স। সেপ্টেম্বরের আগে শ্রেয়সের মাঠে ফেরার সম্ভাবনা নেই বলেই মনে করছে ক্রিকেট মহল।

এক সংবাদপত্রের খবর অনুযায়ী , শুধু আইপিএল নয়, তার পরেও ৪-৫ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে শ্রেয়সকে। ইংল্যান্ডের মাটিতে সিরিজে যেমন পাওয়া যাবে না তাঁকে, তেমনই ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজেও টিম ইন্ডিয়া শ্রেয়সকে পাবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

আরও পড়ুন:চোটের কারণে ছিটকে গেলেন মর্গ‍্যান, দলকে নেতৃত্ব দেবেন বাটলার

Advt