চোটের কারণে ছিটকে গেলেন মর্গ‍্যান, দলকে নেতৃত্ব দেবেন বাটলার

0
1

চোটের কারণে শেষ দুটি একদিনের ম‍্যাচ থেকে ছিটকে গেলেন ইয়ন মর্গ‍্যান( eoin morgan)। শুক্রবার দ্বিতীয় একদিনের ম‍্যাচ। সেই ম‍্যাচে ইংল‍্যান্ডকে (england)নেতৃত্ব দেবেন জস বাটলার( jos buttler)।

বৃহস্পতিবার মর্গ‍্যান বলেন,” অনুশীলনের আগে আঙুল ভাল করে বেঁধে নিয়েছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্ডিং করার সময় তো আর লুকিয়ে থাকা যায় না। সাদা বলের ক্রিকেটে সেটা আরও অসম্ভব। যতক্ষণ না ক্ষত স্থান শুকোবে মাঠে নামতে পারব না। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে জস বাটলার এবং গোটা দলের প্রতি।”

প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান  মর্গ্যান। পরে ব্যাট করলেও অস্বস্তি যে রয়েছে তা জানিয়েছিলেন ইংরেজ অধিনায়ক। মর্গ্যানের আঙুলে ৪টে সেলাইও পড়ে।

আরও পড়ুন:ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের কোভিড হাসপাতালে, মৃত ২

Advt