বাঁশবেড়িয়ায় প্রচারে ব্যাপক সাড়া মিমি চক্রবর্তীর

0
1

সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্তের সমর্থনে শুক্রবার প্রচারে এলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন সকাল ১১টা নাগাদ বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠে মিমির হেলিকপ্টার নামে। সেখান থেকে গাড়িতে করে তিনি সোজা পৌঁছন বিটিপিএস টাউনশিপে। টাউনশিপ থেকে হুডখোলা গাড়িতে করে রোড শো করেন মিমি। সঙ্গে ছিলেন প্রার্থী তপন দাশগুপ্ত।
রোড শো বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের সামনে গিয়ে সমাপ্ত হয়। মন্দির সংলগ্ন মাঠে তপন দাশগুপ্তের সমর্থনে এক সভা আয়োজিত হয়। সভায় তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তকে জেতানোর জন্য আবেদন জানান অভিনেত্রী সাংসদ।

Advt