গরুর গাড়িতে ভোটের প্রচার লকেটের, বিঁধতে ছাড়লেন না বিরোধীরা

0
2

গরুর গাড়িতে করে প্রচার করলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। নিশ্চিতভাবে এটি অভিনব। কিন্তু বিরোধীরা তাঁকে বিঁধতে ছাড়লেন না। বিরোধীরা বললেন, পেট্রলের এত মূল্য বৃদ্ধির জন্যই কি গরুর গাড়িতে করে প্রচারের কথা ভাবলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়? আসন্ন বিধানসভা ভোটে বিজেপির সেই গো-আবেগই এবার বাংলার রাজনীতিতে। তবে জনতার ভিড় ছিলে দেখার মতো।

আরও পড়ুন-কথা রাখেননি স্বরাষ্ট্রমন্ত্রী, বিভীষণ হাঁসদার মেয়ের চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিলেন সায়ন্তিকা

শুক্রবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের পোলবা থানা এলাকার বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়েছিলেন লকেট। গরুর গাড়িতে চেপেই প্রচার অভিযান করলেন বিজেপি নেত্রী। বিজেপির পতাকা দিয়ে সাজানো গরুর গাড়ি। সেই দৃশ্য দেখে কিনা মজেছেন গ্রামবাসীরাও। সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের “জয় শ্রীরাম…” ধ্বনি।

কিন্তু হঠাৎ গরুর গাড়িতে চেপে প্রচার কেন? বিজেপির কর্মী-সমর্থকরা বলেন, “ভারতীয় জনতা পার্টি আদতে কৃষকবান্ধব। আর গণদেবতাদের কাছে সেই বার্তা পৌঁছে দিতেই লকেটের এমন অভিনব ভাবনা। ” তবে বাংলায় ভোটের আগে এমন প্রচার যে সাধারণ মানুষের নজর কেড়েছে, তা বলাই বাহুল্য। পাশাপাশি, গরুর গাড়িতে বসে রাজ্যের শাসকদলকে বিঁধতেও ছাড়েননি লকেট। বললেন, “রাস্তার যা অবস্থা তাতে গরুর গাড়ি নিয়ে যাওয়াই শ্রেয়।”

Advt