দ্বিতীয় একদিনের ম‍্যাচে রেকর্ড কোহলির

0
2

শুক্রবার দ্বিতীয় একদিনের( ODI)  ম‍্যাচে অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। একদিনের ক্রিকেটে তিন নম্বরে ব‍্যাট করে দশ হাজার রানের মাইলস্টোন টপকে গেলেন বিরাট।

১৯০ টি ইনিংসে  তিন নম্বরে ব‍্যাট করে ১০ হাজার রানের মাইস্টোন টপকালেন বিরাট। এই তালিকায় পিছনে ফেলে দিয়েছেন কুমার সাঙ্গাকারা, জ‍্যাক কালিস, কেন উইলিয়ামসনদের। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম‍্যাচে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৬৬ রান করলেন বিরাট।

আরও পড়ুন:জোফ্রার সিদ্ধান্তে খুশি বেন স্টোকস

Advt