দিলীপের প্রচারে ঝড় তুললেন মিমি

0
1

প্রার্থী মনোনীত হওয়ার পর থেকেই ঝড় তুলছেন পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দিলীপ যাদব ।সকাল-বিকাল,সন্ধ্যে সবসময়ই প্রচারের ময়দানে দেখা যাচ্ছে তাকে।প্রচারে পুড়শুড়ার এলাকা তিনি নিজে জনসংযোগ করছেন।শুক্রবার তার প্রচারে হাজির হলেন অভিনেতা, সাংসদ মিমি চক্রবর্তী।হাজার হাজার কর্মী সমর্থক ও গ্রামবাসীদের উপস্থিতিতে তিনি হেলিপ্যাডে যখন অবতরণ করেন তখন বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা যায়।

প্রচারের জন্য তৃণমূলের প্রার্থী দিলীপ যাদবের সঙ্গে এক গাড়িতে উঠলেও, পরে পায়ে চোট লাগার কারণে তিনি অন্য গাড়িতে উঠে ভোট প্রচার শুরু করেন। তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় শ্লোগান তুলে দিলীপ যাদবের সমর্থনে মেতে ওঠেন।

Advt