ওরা হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে”, ফের বিতর্ক দিলীপের কথায়

0
3

রাত পোহালেই ভোট (West Bengal assembly election)। আর ভোটের আগের দিনে ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে দিলীপ ঘোষ(Bjp State president Dilip Ghosh)। দলীয় কর্মী সমর্থকদের লাস্ট মিনিট সাজেশন দিতে খড়্গপুরে কর্মিসভায় হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে কথা প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “কেউ হুমকি দিতে হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। বুঝিয়ে দেবেন উত্তর দিতে আমরাও জানি।”

আগামিকাল বিধানসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি আসনে ভোট হবে। (West Bengal Assembly Elections)। শেষমুহূর্তের প্রচার   এবং দলের সাংগঠনিক কাজের প্রয়োজনে বৃহস্পতিবার থেকে দিলীপ ঘোষ খড়্গপুরেই ছিলেন। শুক্রবার সকালে খড়গপুরে চায়ে পে চর্চায় যোগ দেন মেদিনীপুরের সাংসদ। সেখান থেকেই রাজ্য বিজেপি সভাপতি নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তোপ দাগেন পুলিশ ও তৃণমূলকে। পুলিশের বিরুদ্ধে সরকার পক্ষের হয়ে গুন্ডামির অভিযোগ তুলে দিলীপবাবু বলেন, “  “ভোটের সময়ও পুলিশ বেছে বেছে আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে ভোটের অকারণে গ্রেফতার করা হচ্ছে। শাসানো হচ্ছে যাতে তারা ভোট দিতে না যায়। আর তাঁদের সহযোগিতায় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের গুন্ডারা।” এরপরেই দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপবাবু বলেন, “কেউ দুটো-চারটে চকোলেট বোম দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে একদম পাত্তা দেবেন না। ওরা হেঁটে এলে যেন হেঁটে ফিরতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। বুঝিয়ে দেবেন উত্তর দিতে আমরাও জানি।”

Advt