জঙ্গলমহলে ভোটের আগের দিনই ছত্রধরকে ডেকে পাঠালো NIA

0
1

আগামমিকাল জঙ্গলমহলে(assembly election in jangalmahal) ভোট। তার আগেরদিনই তৃণমূলের রাজ্য কমিটির সদস্য ছত্রধর মাহাতোকে(chhatradhor Mahato) ডেকে পাঠালো এন আই এ। শুক্রবার বেলা তিনটার মধ্যে কলকাতায় কেন্দ্রীয় সংস্থার দফতরে ছত্রধরকে হাজির হতে বলা হয়েছে। জঙ্গলমহলে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন এবং জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার ঘটনায় ছত্রধর মাহাতোকে তলব করা হয়েছে বলে এনআইএ সূত্রে জানানো হয়েছে। দুই মামলাতেই অন্যতম অভিযুক্ত ছত্রধর মাহাতো।

জঙ্গলমহলে ভোটের ঠিক একদিন আগে ছত্রধরকে ডেকে পাঠানোর ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি দেখছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে আজ হাজিরা না দিলে ছত্রধরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে এনআইএ।

Advt