ভোটের মুখে শালবনীতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

0
1

বাংলায় (West Bengal) প্রথম দফা ভোটের আগেই ফের রাজনৈতিক খুন! পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার শালবনীতে (Shalboni) জঙ্গলের মধ্যে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। মৃত বিজেপি (BJP) কর্মীর নাম লালমোহন সোরেন। গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান প্রথম দেখতে পান বাঘমারি গ্রামের বাসিন্দারা। শনিবারই শালবনীতে ভোট। তার আগে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন-আদি বিজেপিদের নির্দল প্রার্থী দাঁড় করিয়ে আলাদা মঞ্চ গড়লেন শ্যামাপ্রসাদ মুখার্জির নাতি!

দিন পাঁচেক আগেই কোচবিহারের (Coochbihar) দিনহাটায় পশু স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সেখানে বিজেপির অভিযোগ করেছিল, তৃণমূল কংগ্রেস (TMC) খুন করে দেহ ঝুলিয়ে দেয়। এই নিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিনহাটা। ফের শালবনীর জঙ্গলে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে বিজেপির সেই একই অভিযোগ। তবে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advt