কাল ভোটে সন্ত্রাস করতে পারে বিজেপি, কমিশনে নালিশ জানাল তৃণমূল

0
3

আগামিকাল ভোটের (assembly election) সময় নন্দীগ্রামে (Nandigram) সন্ত্রাস হতে পারে। বাইরে থেকে প্রচুর লোক আনছে বিজেপি। নির্বাচন কমিশনের(election Commission) দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC)। কাল ভোটের দিন নন্দীগ্রামে(nandigram) ব্যাপক সন্ত্রাস হতে পারে, এই আশংকা নিয়ে শুক্রবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনের দফতরে যান। তাঁদের অভিযোগ, বাইরে থেকে লোক আনছে বিজেপি। বহিরাগত এনে সন্ত্রাসের ছক কষছে।

এদিন কাকলি ঘোষ দস্তিদার বলেন, পূর্ব মেদিনীপুরের পটাশপুর, রামনগর, ভগবানপুর, খেজুরি, এগরা, এবং নন্দীগ্রামে হামলার খবর রয়েছে। বাইরে থেকে নিয়ে এসে সন্ত্রাস করবে বিজেপি। সেই আশঙ্কার কথাই কমিশনের আধিকারিকদের জানানো হল। তৃণমূল সাংসদের অভিযোগ, ইতিমধ্যেই খেজুরিতে তাঁদের প্রার্থীর উপর হামলা হয়েছে। সে প্রমাণও রয়েছে তাঁদের কাছে।

এদিকে, শুক্রবারই চন্দ্রকোণায় দলীয় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতাদের বাড়িতে উত্তর প্রদেশের গুন্ডারা থাকছে। নন্দীগ্রামে সন্ত্রাসের আশঙ্কার পাশাপাশি কাঁথিতে বহিরাগত আটকের কথাও বলেন তিনি।