জোফ্রার সিদ্ধান্তে খুশি বেন স্টোকস

0
2

চোটের কারণে একদিনের সিরিজ( ODI)  থেকে নাম তুলে নিয়েছিলেন জোফ্রা আর্চার( jofra archer )। আইপিএলেও( ipl)  প্রথমদিকে পাওয়া যাবে না তাকে। আইপিএলের থেকে দেশের হয়ে খেলাকেই গুরুত্ব দিচ্ছেন আর্চার। ভারত সফরের পরে ইংল্যান্ডের মাটিতে ভারতের বিরুদ্ধে সিরিজ রয়েছে ইংরেজদের। অ্যাশেজও খেলতে হবে ইংল্যান্ডকে। সেই সময় আর্চারকে দলে প্রয়োজন ইংল্যান্ডের। আর এই কারণই নিজেকে দ্রুত সুস্থ করতে মরিয়া আর্চার। সতীর্থর এই আচরণেই খুশি বেন স্টোকস( ben stokes)।

এদিন স্টোকস বলেন,” আমি জানি না আইপিএল-এ কতটা খেলতে পারবে আর্চার। আমাদের মনে রাখতে হবে ওর কুনুইকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। ও নিজে এগিয়ে এসে বলেছিল ইংল্যান্ডকে গুরুত্ব দেওয়ার জন্য বিশ্রাম নিতে চায়।”

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সময় চোট পান জোফ্রা আর্চার। টি-২০ সিরিজে খেললেও একদিনের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

আরও পড়ুন:সম্ভবত এপ্রিলেই অস্ত্রোপচার শ্রেয়সের

Advt