বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম, ৩ জেলায় আজ ৪ রোড শো মিঠুনের

0
1

নিজেকে জাত গোখরো পরিচয় দিয়ে ব্রিগেডের জনসভায় বিজেপিতে(BJP) যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। এরপর নির্বাচনকে মাথায় রেখে বিজেপির হয়ে পুরোদমে প্রচারে নেমে পড়লেন বলিউড তারকা। মিঠুনের জনপ্রিয়তাকে হাতিয়ার করে তারকা প্রচারক হিসেবে ইতিমধ্যেই মিঠুনকে ময়দানে নামিয়েছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪টি রোড শো(roadshow) রয়েছে বিজেপির। যেখানে উপস্থিত থাকবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন:বাংলাদেশ-ভারতের রূপান্তর সামনে থেকে দেখেছি: সোনিয়া গান্ধী

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মোট চারটি রোড শো রয়েছে বিজেপির। যেখানে উপস্থিত থাকছেন মিঠুন। সকাল ৯ টা ৫০ মিনিটে বাঁকুড়া জেলা সালতোড়া লেন মোড় থেকে সালতোড়া থানা ঘোড়া মোড় পর্যন্ত মিঠুনের উপস্থিতিতে একটি রোড শো রয়েছে। এরপর ১২ টা ৪৫ নাগাদ পশ্চিম মেদিনীপুরের ইদকুড়ি থেকে শুরু হবে দ্বিতীয় রোড শো যা শেষ হচ্ছে পাথর মহড়াতে। তৃতীয় রোড শো রয়েছে নিউ কেশিয়াড়ি বাস স্ট্যান্ড থেকে কেশিয়াড়ি সদর থানা পর্যন্ত। এটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টো নাগাদ। এরপর বিকেল ৪টে নাগাদ ঝাড়গ্রামের রাজ কলেজ ময়দান হেলিপ্যাড থেকে শুরু হবে আরও একটি রোড শো। বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতেই রোড শোগুলিতে বিপুল জনসমাগম হবে বলে আশা করছে গেরুয়া শিবির।

Advt