গড়বেতায় শতাব্দীর রোড শো জমজমাট

0
3

ফের পশ্চিম মেদিনীপুরে ভোট প্রচারে এলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। গরবেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরার সমর্থনে তিনি একটি বর্ণাঢ্য রোড শো করেন। বুধবার দুপুরে প্রার্থীকে নিয়ে হুড খোলা জিপে গড়বেতা স্কুল মাঠ থেকে এই রোড শো শুরু হয়। গড়বেতা হাসপাতাল মোড়, সত্যনারায়ন মোড় হয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা রোড শো করেন তিনি। এদিনের রোড শোতে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশ নেন। তাদের উৎসাহ ও উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।
শতাব্দী রায় বলেন, ১০ বছর ধরে যে উন্নয়ন হয়েছে বাংলায়, তা বাংলার মানুষ জানে। তৃণমূল এবারও সরকার গড়বে এবং সেই উন্নয়নের ধারা বজায় থাকবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আশা-ভরসা এখনও আছে।

Advt