প্রচারে সবাইকে একসঙ্গে লড়াই করার বার্তা লকেটের

0
3

চুঁচুড়ার ভগবতীডাঙ্গা থেকে লেনিননগর পর্যন্ত বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত পায়ে হেঁটে একাধিক এলাকায় জনসংযোগে অংশ নিলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ।
এরপর তেলিপাড়া নৌকা ঘাটে সন্ধে সাড়ে সাতটার সময় একটি পথ সভায় অংশ নেন।
বিজেপি-র লকেট চট্টোপাধ্যায় জিতেছিলেন গত লোকসভা নির্বাচনে। আবার তাঁর প্রতিপক্ষ অসিত মজুমদার ২০১১ সাল থেকে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রেরই জয়ী বিধায়ক। লড়াই যে সেয়ানে সেয়ানে তা আগেই বুঝেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বৃহস্পতিবারের পথ সভায় সবাইকে একসঙ্গে মিলে লড়াই করার বার্তা দিয়েছেন বিজেপি প্রার্থী।
তিনি বলেন, আগামী দিনে বিজেপি সরকার গড়বে। হুগলির মানুষই তার রাস্তা দেখাবেন। সবাই এক হয়ে লড়াই করব। চুঁচুড়া কেন্দ্রে ১ লাখ ভোটে জিতব।

Advt