কয়লাপাচার কাণ্ডে ৬ এপ্রিল পর্যন্ত লালার গ্রেফতারে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

0
1

ভোটের মুখে কয়লাপাচার কাণ্ডে কিছুটা হলেও স্বস্তি পেল অনুপ মাজি ওরফে লালা। আগামী ৬ এপ্রিল পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বস্তি রাজ্যের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল সুপ্রিম কোর্টে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কয়লা কাণ্ডে সিবিআই তদন্তের এক্তিয়ার নিয়ে কলকাতা হাই কোর্টে আর্জি জানিয়েছিল অনুপ মাজি। তার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে তা খারিজের আবেদন করা হয়েছিল
এমনকি সিবিআইয়ের তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল লালা। যদিও তার আবেদন ধোপে টেকেনি। তদন্ত দ্রুতগতিতে চললেও লালাকে গ্রেফতার করতে ব্যর্থ সিবিআই।

Advt

কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশ কে সামনে রেখে বিদেশে গা ঢাকা দিতে পারে অনুপ মাজি। যদিও ডিসেম্বর মাসেই তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে সিবিআই।