চোটের কারণে এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন শ্রেয়স

0
3

চোটের কারণে এবার আইপিএল ( ipl) থেকেও ছিটকে গেলেন শ্রেয়স আইয়র( shreyas iyer)। টুইট করে জানালেন দিল্লি ক‍্যাপিটলশের ( delhi capitals) অন‍্যতম মালিক পার্থ জিন্দাল।বুধবারই ইংল‍্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে যান শ্রেয়স। মঙ্গলবার প্রথম একদিনের ম‍্যাচ খেলতে গিয়ে বাঁ কাঁধে চোট পান তিনি।

এদিন টুইট করে জিন্দাল লেখন,” আমরা একে বারে বিধ্বস্ত আমাদের অধিনায়কের জন্য। মন শক্ত রেখো তুমি। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরও ভাল ছন্দে তোমাকে ফিরে পাব আশা রাখি। ভারতের তোমাকে প্রয়োজন টি২০ বিশ্বকাপে”।

কিছু দিন আগেই দিল্লির পক্ষ থেকে জানান হয়েছিল ২০২১ আইপিএলে অধিনায়ক থাকছেন শ্রেয়সই। তবে এই চোট সব হিসেব পাল্টে দেয়।

আরও পড়ুন:আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং এ চতুর্থ স্থানে কোহলি

Advt