ভোটের মুখে সামান্য কমলো পেট্রোল-ডিজেলের দাম!কলকাতায় কত জানেন?

0
1

পেট্রোল (Petrol)-ডিজেলের (Disel) আকাশছোঁয়া দাম (Prince) নিয়ে নাভিশ্বাস উঠছে মানুষের। বিরোধী দলগুলি যা ভোটের আগে প্রচারের হাতিয়ার করেছে বিজেপির (BJP) বিরুদ্ধে। এবার ভোটের (Aeesmbly Election) বাজারে সামান্য হলেও কমল পেট্রোল-ডিজেলের দাম। টানা দু’দিন দাম কমল জ্বালানির। বুধবারের পর বৃহস্পতিবারেও কমল পেট্রোল ও ডিজেলের দাম।

বৃহস্পতিবার ২৫ মার্চ দিল্লিতে পেট্রোলের দাম ২১ পয়সা কমেছে। ৯০.৯৯ টাকা থেকে কমে হয়েছে ৯০.৭৮ টাকা।অন্যদিকে ডিজেলের দাম কমেছে ২০ পয়সা। ৮১.৩০ টাকা থেকে হয়েছে ৮১.১০ টাকা। এদিন ৪টি মেট্রো শহরে কমেছে তেলের দাম। দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯০.৭৮, মুম্বইতে ৯৭.১৯, চেন্নাইতে ৯২.৭৭ এবং কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯০.৯৮ টাকা।

অন্যদিকে ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে দিল্লিতে ৮১.৩০ টাকা, মুম্বইতে ৮৮.২০, চেন্নাইতে ৮৬.১০, কলকাতায় ডিজেলের দাম ৮৩.৯৮ টাকা।

আরও পড়ুন:জঙ্গলমহলে ভোট প্রচারে মিঠুনকে ঘিরে উন্মাদনা বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে

Advt