নন্দীগ্রামে শুক্রবার সভা করতে যাচ্ছেন আব্বাস সিদ্দিকি

0
2

এবার নন্দীগ্রামে যাচ্ছেন আব্বাস সিদ্দিকি৷

নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের (CPM) মীনাক্ষী মুখোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন ISF-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। আগামীকাল, শুক্রবার নন্দীগ্রাম স্টেট ব্যাঙ্ক ময়দানে জোট প্রার্থীর সমর্থনে এই জনসভা হওয়ার কথা৷ জানা গিয়েছে, এখানেই প্রধান বক্তা হিসেবে থাকবেন আব্বাস৷ সঙ্গে থাকার কথা সিপিএম নেতা মহম্মদ সেলিমেরও।

প্রসঙ্গত, নন্দীগ্রাম আসনটি ISF প্রথমে দাবি করেছিলো৷ পরে এই আসনে প্রার্থী হন সিপিএমে নতুন মুখ মীনাক্ষী। দলীয় প্রার্থীর সমর্থনেই আব্বাসকে নন্দীগ্রামে প্রচারে নিয়ে যেতে চাইছে সিপিএম। রাজি হয়েছেন আব্বাসও৷ রাজ্যের বাছাই করা কিছু আসনে আব্বাসকে দিয়ে প্রার্থীদের সমর্থনে জনসভা করাতে চায় বামফ্রন্ট। সেই কর্মসূচিরই প্রথম সভা নন্দীগ্রামে৷ মোর্চার বক্তব্য, নন্দীগ্রামে লড়াই আসলে দ্বিমুখী নয়, ত্রিমুখী। তা বোঝাতেই আব্বাসের এই সভা৷

 

ওদিকে, নন্দীগ্রামের তেখালির মাঠে বিজেপি প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advt