লিগের শেষ ম্যাচেও হারল মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan sporting club)। বৃহস্পতিবার তারা ২-১ গোলে হারল রিয়েল কাশ্মীরের ( real kashmir) কাছে। এই হারের ফলে ১৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে শঙ্করলাল চক্রবর্তীর দল।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় রিয়েল কাশ্মীর। ম্যাচের ৩৩ মিনিটে গোল করে কাশ্মীরকে এগিয়ে দেন দানিশ ফারুক। এরপর ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কাশ্মীরের হয়ে ২-০ করেন রর্বাটসন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার চেস্টা চালায় শঙ্করলাল চক্রবর্তীর দল। ম্যাচের ৭২ মিনিটে সাদ-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন পেড্রো মানজি। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রিয়েল কাশ্মীর।
আরও পড়ুন:শুটিং বিশ্বকাপে অনৈতিক সরঞ্জাম ব্যবহার করার অভিযোগ, দল তুলে নিল হাঙ্গেরি










































































































































