আমফানে পাশে দাঁড়ায়নি কেন্দ্র: দক্ষিণ 24 পরগনায় তোপ দাগলেন মমতা

0
1

ভোট প্রচারে দক্ষিণ 24 পরগনায় বৃহস্পতিবার, দুটি সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রথম সভা করেন পাথরপ্রতিমায় এবং দ্বিতীয় সভা সাগরে। আর সেখান থেকেই কেন্দ্রের বিজেপি (Bjp) সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। গত বছর ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনার উপকূল সংলগ্ন অঞ্চল। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, আমফানের দুর্যোগের সময় পাশে ছিল তৃণমূল কংগ্রেস (Tmc) । আর নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, ‘চৌকিদার’ আমফানের সময় পালিয়ে গিয়েছেন।

পাথরপ্রতিমার জনসভায় মমতা বন্দ্যোপাাধ্যায় অভিযোগ করেন, আমফান-পরবর্তী পরিস্থিতিতে ত্রাণের অর্থ বরাদ্দে কেন্দ্র বঞ্চনা করেছে।

মমতা বলেছেন, ‘এই নির্বাচন দিল্লির নয় বাংলা। বাংলায় যে উত্তরপ্রদেশের লোকেরা থাকে, তাঁদের বহিরাগত বলি না। বিজেপি বাইরে থেকে গুন্ডা আনাচ্ছে”। তৃণমূল নেত্রী অভিযোগ করেন সাগরের বন্দর করতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এদিন পশ্চিম মেদিনীপুরেও সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Advt