আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং এ চতুর্থ স্থানে কোহলি

0
1

আইসিসি টি-২০( Icc t-20) র‍্যাঙ্কিং এ উন্নতি ভারত অধিনায়ক বিরাট কোহলির( virat kohli)। সদ‍্য প্রকাশিত আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং চার নম্বরে উঠে এলেন তিনি। ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত প‍্যারফমেন্সের সুবাদেই উন্নতি বিরাটের।

আইসিসির টি-২০ র‍্যাঙ্কিং এ শীর্ষে রয়েছেন ইংল‍্যান্ডের মালান। ৮৯২ পয়েন্ট তাঁর। দ্বিতীয় স্থানে অ‍্যারন ফ্রিঞ্চ। ৭৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিরাট কোহলি। পঞ্চম স্থানে রয়েছেন কে এল রাহুল।

চোট সারিয়ে দলে ফিরে বল হাতে সাফল্য পেয়েছেন ভুবনেশ্বর কুমার। আইসিসি-র র‍্যাঙ্কিং এ তিনি ২১ ধাপ এগিয়ে ২৪ নম্বরে। হার্দিক পান্ডিয়া রয়েছেন ৪৭ নম্বরে। বোলার মধ্যে টি২০ ক্রিকেটে শীর্ষে ছিলেন আফগানিস্তানের রশিদ খান।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt