শুটিং বিশ্বকাপে অনৈতিক সরঞ্জাম ব্যবহার করার অভিযোগ, দল তুলে নিল হাঙ্গেরি 

0
2

নয়াদিল্লিতে শুটিং বিশ্বকাপে( issf world cup)   গণ্ডগোল। সতীর্থের বিরুদ্ধে অনৈতিক সরঞ্জাম ব্যবহার করার অভিযোগে দল তুলে নিল হাঙ্গেরি (hungary)।

ফলে ভারতের বিরুদ্ধে তাদের  ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ম্যাচ স্থগিত রাখা হল। হাঙ্গেরি নাম তুলে নেওয়ায়, যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে থাকা আমেরিকার বিরুদ্ধে খেলবে ভারত।

বৃহস্পতিবার নির্ধারিত সময়ে দুই দলই হাজির হয়ে যায়। এমন সময় সতীর্থ পিটার সিডির দিকে আঙুল তোলেন ইস্তিভান পেনি এবং জাভান পেকলার। দাবি ছিল, অনৈতিক ভাবে বাইপড ব্যবহার করছেন সিডি। তাই তাঁরা সিডির সঙ্গে খেলতে চান না।

শুটিংয়ের আগে বা পরে অথবা স্থান পরিবর্তনের সময় কাঁধের সঠিক জায়গায় রাইফেল রাখার জন্য বাইপড ব্যবহার করা যায়। কিন্তু ফায়ারিং করার সময় তা ব্যবহারের অনুমতি নেই। সিডি যদিও স্বীকার করতে চাননি বাইপড ব্যবহারের কথা।

আরও পড়ুন:১০৮ নম্বরে থাকা দলের বিরুদ্ধে কষ্ট করে জয় রোনাল্ডোদের

Advt