তথ্যগোপন: গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নামে মামলা

0
2

গোসাবা বিধানসভা কেন্দ্রের(BJP candidate of gosaba constituency) বিজেপি প্রার্থীর নামে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন। আগামী ১ এপ্রিল আলিপুর আদালত এই ফৌজদারি মামলাটির শুনানি হবে। আবার ওই দিনই গোসাবা বিধানসভা কেন্দ্রের নির্বাচন। অভিযোগ, বিজেপি প্রার্থী মনোনয়ন জমা করার সময় হলফনামা নিজের বিষয়ে বেশ কিছু তথ্য গোপন করে গিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে তাঁর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরতে হয়। বিশেষ করে নিজের সম্পত্তির পরিমাণ এবং কোনও মামলায় নাম রয়েছে কী না তাও জানাতে হয়। গোসাবার ভোটার জনৈক বিশ্বজিৎ দাসের অভিযোগ, বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক একাধিক তথ্য গোপন করেছেন নিজের হলফনামায়। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মোট ৩৪ টি মামলা বিচারাধীন থাকলেও হলফনামায় তিনি ২৭ টি মামলার কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বরুণ প্রামাণিকের নামে একটি পেট্রল পাম্প রয়েছে। সে কথাও তিনি জানাননি বলে দাবি ।

Advt