মহিলা সহকর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন সাধারণ পর্যবেক্ষক। কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। পুরুলিয়ার কাশীপুরের সাধারণ পর্যবেক্ষক নারায়ণপ্রসাদ পাণ্ডের বিরুদ্ধে মহিলা আধিকারিকের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতে সাধারণ পর্যবেক্ষককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রথম দফা ভোটের আগেই সরিয়ে দেওয়া হল তাঁকে।
আরও পড়ুন-নির্বাচনের আগে ফের আইএএস, আইপিএস পদে রদবদল কমিশনের
বুধবার উত্তরবঙ্গের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার অসম ও পশ্চিমবঙ্গের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক রয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিবেশী রাজ্যের কর্তারাও।







































































































































