আজ রাজ্যে প্রচারে রাজনাথ-যোগী-গম্ভীর

0
1

২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। আর তার আগে আজই শেষ প্রচার। আর শেষ দিনে রীতিমতো বাংলায় নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি।
রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ। তিনিও পরপর তিনটি জনসভা করবেন। জনসভা করবেন সাগর, চন্দ্রকোনা এবং নন্দীগ্রামের বিধানসভায় এলাকায়।
রাজনাথ সিংয়েরও তিনটি জনসভা রয়েছে রাজ্যে।তিনি জনসভা করবেন জয়নগর, চন্ডীতলা এবং তালডাংরায়।
অন্যদিকে আজ রাজ্যে আসছেন গৌতম গম্ভীর। সকাল ১২ টায় দাঁতনে জনসভা করবেন তিনি। তারপর সোনামুখীতে একটি রোড শো করার কথা রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। পরে আরও একটি জনসভা করবেন হুগলিতে।কেন্দ্রের একাধিক নেতানেত্রী সহ বিজেপির তারকা প্রার্থীরা আজ শেষ বাজারের প্রচারে।

Advt