স্ত্রীর জন্মদিনে মার্সিডিজ উপহার দিলেন অনিল কাপুর

0
1

“যখন আমি অনিল কাপুর(Anil Kapoor) হইনি তখন থেকেই সুনীতা (suneeta kapoor) আমার সুখ দুঃখের সাথী। তাই আজ তার জন্মদিনে সেরা কোনও উপহার দিতেই হবে।” বৃহস্পতিবার সকালেই স্ত্রীর জন্মদিনে মিষ্টি এই পোস্টটি করেছিলেন অনিল। আর তার পরেই জানা গেল সেই সেরা উপহার টি কী। ৫৬ এ পা দিলেন অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুর। সুনীতার বার্থ ডে গিফট হিসেবে অনিলের পছন্দ মার্সেডিজ বেঞ্জ জিএলএস। এই গাড়ির বাজারমূল্য প্রায় এক কোটি টাকার উপর। রঙ কালো।

যদিও স্ত্রীকে বার্থডে গিফট দেওয়া নতুন নয়। প্রতিবছরই অনিল মনে রেখে এই কাজটি করে থাকেন। তাই ৫৬ টেও বজায় রাখলেন স্ত্রীকে উপহার দেওয়ার ট্রেন্ড। সাফল্য ছোঁয়ার আগে থেকেই কীভাবে অনিলের পাশে প্রতিমুহূর্তে ছিলেন সুনীতা সে কথা অকপটে স্বীকার করেছিলেন অভিনেতা। ট্রেনের থার্ড ক্লাস থেকে, লোকাল বাস, ফ্লাইটের ইকোনামি ক্লাস থেকে ফার্স্ট ক্লাস— এই গোটা জার্নির সাক্ষী যে সুনিতা সে কথাই ইনস্টাগ্রামে জানিয়ে অনিল লেখেন, “সবটাই করেছি মুখে হাসি আর বুকে ভালবাসা নিয়ে। আমার হাসির পিছনের কারণ তুমি। তোমাকে ভালবাসার মাত্র কয়েকটি কারণ উল্লেখ করলাম।”

Advt