বিজেপির মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য দিনহাটায়

0
2

বিজেপির (Bjp) শহর মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দিনহাটায় (Dinhata)। বুধবার সকালে দিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায় পশু হাসপাতালের বারান্দায় মণ্ডল সভাপতি অমিত সরকারের (Amit Sarkar) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, তাঁকে খুন করার পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূলের (Tmc) বিরুদ্ধে।

আরও পড়ুন-পার্থ-অরূপের হয়ে প্রচারে নাকতলা উদয়ন সঙ্ঘ! কমিশনে নালিশ সিপিএমের

বিজেপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। অমিত সরকার দিনহাটা বিধানসভায় দলের প্রার্থী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) হয়ে প্রচারের প্রথম সারিতে ছিলেন। মঙ্গলবার রাতেও বিজেপির বৈঠক সেরে বাড়ি ফেরার কথা। তবে পরিবারের অভিযোগ, অমিত রাতে বাড়ি ফেরেননি। তাঁর স্ত্রী বিজেপি কর্মীদের কাছে খোজ শুরু করেন৷ সকালে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পাওয়া যায়৷ দিনহাটার বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত বলেন, দেহের পা মেঝেতে লেগে ছিল। অমিতকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর৷

তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় (partha Pratim Ray) বলেন, বিজেপি খুনের রাজনীতি শুরু করেছে। ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ।

Advt