ওমানের বিরুদ্ধে তরুণ ব্রিগেডের ওপর জোর স্টিমাচের

0
2

বৃহস্পতিবার দুবাইতে ওমান( oman)) বিরুদ্ধে প্রীতি ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল( India)। ওমানের বিরুদ্ধে সুনীল ছেত্রীকে ছাড়াই নামছে  ব্লুজ ব্রিগেড। ওমানের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী ভারতের কোচ ইগর স্টিমাচ।

এদিন ওমানের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে স্টিমাচ বলেন,” আমার দলকে একটি শক্তিশালী দল বানাতে চাই। প্রথম একাদশে জায়গা পেতে  টানা লড়াই চলবে। টানা লড়াই ছাড়া সাফল‍্য আসবে না। শুরু থেকেই আমাদের লক্ষ‍্য এএফসি এশিয়ান কাপ ২০২৩ যোগ্যতা অর্জন করা। আমাদের এখনও ওই তিনটি ম‍্যাচ বাকি আছে। আমরা চেষ্টা করছি তার আগে দল গুছিয়ে নিতে।”

ভারতীয় দলে একঝাঁক তরুণ মুখ। যা দেখে মুগ্ধ দলের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। তিনি বলেন,” এই তরুণ ফুটবলাররা মানসিকভাবে এত শক্ত যে, ওরা সুযোগ পেলে ভাল খেলবে।”

আরও পড়ুন:চেন্নাইয়ের বদলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন ধোনিদের

Advt