নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত “নিষ্ক্রিয়” থাকতে হবে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে

0
1

প্রথম পর্যায়ের ভোটের আগে নয়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার দায়িত্ব থেকে “নিষ্ক্রিয়” করে দেওয়া হল সুরজিৎ কর পুরকায়স্থকে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের নিরাপত্তার উপদেষ্টার দায়িত্ব তিনি পালন করতে পারবেন না। নির্দেশিকায় জানান হয়েছে , নির্বাচনপ্রক্রিয়া চলাকালীন তাঁকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।
রাজ্যের মুখ্যসচিব এক বিজ্ঞপ্তিতে বুধবার জানিয়েছেন, সুরজিৎ পুরকায়স্থকে সরানো হয়নি, তিনি পদে থাকবেন৷ তাঁর উপর যে ধরনের দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা হয়েছিলো, তা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রয়োগ বা ব্যবহার করতে পারবেন না৷ অর্থাৎ, তাকে “নিষ্ক্রিয়” করা হয়েছে৷
প্রসঙ্গত,  দিন কয়েক আগে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিটফান্ড কাণ্ডে তথ্য জোগাড় করার জন্যই তাকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। আর এবার তাকে কমিশন নিজের পদ থেকে  নিষ্ক্রিয়   করা হল।
এর আগে রাজ্যের ডিজি এবং এডিজি আইনশৃঙ্খলাকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল ।কমিশনের এই পদক্ষেপে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

Advt