চোটের কারণে একদিনের সিরিজ ( ODI) থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়র( Shreyas Iyer)। মঙ্গলবার প্রথম একদিনের ম্যাচ চলাকালীন চোট পান শ্রেয়স। বাঁ কাঁধের হাড় সরে যায়। আর সেই কারণেই বাকি দুই ম্যাচে খেলতে পারবেন শ্রেয়স।

মঙ্গলবার রাতে বিসিসিআইয়ের তরফ থেকে তাঁর চোটের ব্যাপারে বিস্তারিত জানানো না হলেও শুধু বলা হয়েছিল যে তাঁর বাঁ কাঁধের হাড় সরে গিয়েছে। স্কান করানো হয় শ্রেয়সের।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ চলাকালীনই বড় চোট পেয়েছিলেন শ্রেয়স। তখনই দেখা গিয়েছিল তিনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। জানা যায় তাঁর বাঁ কাঁধের হাড় সরে গিয়েছে। সেই জন্য আর মাঠে ফেরেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
আরও পড়ুন:ওনামের বিরুদ্ধে তরুণ ব্রিগেডের ওপর জোর স্টিমাচের










































































































































