বাঁকুড়ায় 3 সভা মমতার, ফের আজ রাজ্যে মোদি

0
1

রাজ্যে প্রথম দফার নির্বাচনের প্রচারের দিন মোটে একটা। ফলে ভোট প্রচারে সকাল থেকে রাত মানুষের দরবারে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আজ, বুধবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বাঁকুড়ার (Bankura) ৩ জায়গায় সভা করবেন; বিষ্ণুপুর, ওন্দা, বাঁকুড়া।

প্রথম পর্যায়ে তৃতীয় পর্যায়ে ভোটের কথা মাথায় রেখে হুইল চেয়ারে (Wheelchair) বসে আছি জঙ্গলমহল সংলগ্ন এলাকায় প্রতিদিনই একাধিক সভা করছেন তৃণমূলনেত্রী সবার ভিড় এবং তৃণমূল (Tmc) কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দীপনা শাসক দলকে যথেষ্ট আশা জোগাচ্ছে।

এদিকে, রাজ্যে ফের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি কাঁথিতে সভা করবেন।

Advt