নতুন করে উত্তেজনা ছড়াল দিনহাটায়। বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় ফের নতুন করে উত্তপ্ত হল দিনহাটা। এবার এবার বিধায়ক উদয়ন গুহের (Udayan Guha) বাড়ির লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। বোমাবাজির ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।
কোচবিহারের দিনহাটায় (Dinhata) পশু হাসপাতালের বারান্দা থেকে বুধবার সকালে উদ্ধার হয় দিনহাটার বিজেপির (BJP)শহর মণ্ডলের সভাপতি অমিত সরকারের (Amit Sarkar) ঝুলন্ত দেহ৷ এই মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে৷ ঘটনাটি জানাজানি হতেই তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে পথে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি নেতার রহস্য মৃত্যুতে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা দিনহাটা। দিনহাটা থানার সামনে বিক্ষোভ-পাঁচমাথায় মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ, বাদ যায়নি কিছুই। এমনকী, তৃণমূলের পার্টি অফিসেও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে আবার দিনহাটার মহকুমাশাসকের দপ্তরের পাল্টা অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল কর্মী-সমর্থকরা। নেতৃত্বে ছিলেন বিধায়ক উদয়ন গুহ। সেই কর্মসূচি সেরে যখন কর্মিসভায় যোগ দিতে যাচ্ছিলেন, তখন বিধায়কের বাড়ি লক্ষ্য করে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ বোমাবাজি করে বলে অভিযোগ। ফের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থল থেকে বোমার সুতলি উদ্ধার করেছে পুলিশ। প্রশাসনের কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।
আরও পড়ুন- সি ভোটারের চূড়ান্ত জনমত সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল






























































































































