করোনা পরিস্থিতিতে রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে হাইকোর্টে মামলা

0
1
হাই কোর্ট

করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার জনৈক সোমনাথ রায় সহ বেশ কয়েক জন ব্যক্তি এই মামলা দায়ের করেন। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
মামলাকারীদের আইনজীবী শমিক বাগচী জানান,এই মামলায় বর্তমান করোনা পরিস্থিতিতে কীভাবে নির্বাচন কমিশন নির্বাচন করছেন তা জানতে চাওয়া হয়েছে। এই জনস্বার্থ মামলায় আসন্ন বিধানসভা ভোটে এবং এই অতিমারি পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কী কী ব্যবস্থা রাখা হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। করোনা প্রতিরোধের জন্য কমিশন কী করছেন সেটাও জানতে চেয়েছেন মামলাকারীরা।
এদিকে করোনার দৈনিক সংক্রমণ মঙ্গলবার ৪০০ ছাড়িয়ে গিয়েছে। সেই দেখে আশঙ্কার মেঘ চিকিৎসকদের চোখে মুখেও। কারণ করোনা সুস্থের সংখ্যা বাড়লেও দৈনিক সংক্রমণের গ্রাফ ঊর্ধমুখী। মঙ্গলবার পরীক্ষা বাড়তেই দৈনিক সংক্রমণ চারশো ছাড়িয়ে গিয়েছে।

Advt