আগামী মুরশুমে রিয়াল মাদ্রিদের ( Real Madrid) কোচ হিসাবে থাকছেন জিনেদিন জিদান( jinedin jidan)। ফরাসি এক সংবাদমাধ্যম জানাচ্ছে, আগামী মুরশুমের রিয়ালকেই কোচিং করাবেন জিজু। আর রিয়ালে থাকার ব্যাপারে সম্মতিও দিয়েছেন তিনি।
শোনা যাচ্ছিল ফ্রান্সের জাতীয় দলের কোচিং করাবেন জিদান। কিন্তু ফ্রান্সের বতর্মান কোচ দিদিয়ের দেশঁ-র চান ২০২২ বিশ্বকাপেও কোচের দায়িত্ব সামলাতে। তাই এখনই ফ্রান্সের দায়িত্ব পাচ্ছেন না জিদান।
ফরাসি সংবাদমাধ্যম জানাচ্ছে, রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস চুক্তি নিয়ে আলোচনায় বসতে পারেন জিদানেরর সঙ্গে।
আরও পড়ুন:আইএসএসএফ শুটিংয়ে জয়জয়কার ভারতের