মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত ১৩

0
1

মঙ্গলবার সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল মধ্যপ্রদেশের গোয়ালিয়র। এদিন সকাল ৭ টা নাগাদ বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত হন ১৩ জন। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর চালক সহ সকল যাত্রীরা। মৃতদের মধ্যে ১২ জন মহিলা এবং ১ জন পুরুষ ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।


গোয়ালিয়রের স্থানীয় পুলিশ সূত্রের খবরে জানা গিয়েছে, এলাকার ওল্ড চাওনি এলাকায় সকাল সাতটা নাগাদ দ্রুত বেগে আসতে থাকা বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি অটোর। বাসটির গতিবেগ বেশ দ্রুত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাথমিকভাবে বাসটি অটোটিকে ধাক্কা মারে। ফলে দুর্ঘটনাস্থলেই চালক সহ অটোয় থাকা মহিলাদের মৃত্যু হয়। তবে, বাসের চালক পালিয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, ‘যে মহিলারা এই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁরা প্রত্যেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতেন। কাজ সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।’

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেতেই শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ট্যুইট করে জানিয়েছেন, ‘শোকাহত পরিবারগুলির পাশে আছি। তাঁরা যেন নিজেদের একা না ভাবেন। আমরা তাঁদের পাশে আছি। রাজ্য সরকার মৃত ব্যক্তিদের পরিবারকে চার লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেবে।’

Advt