ভিড় নেই বিজেপি নেতার রোড-শোয়ে, ‘বাংলার মানুষই বার্তা দেবেন’ : নাড্ডা

0
1

প্রথম দফা ভোটের আগে আজ একেবারে জম-জমাট ছিল বাংলা। মাথার ওপর সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে প্রচার যুদ্ধে শাহ-নাড্ডা, মমতা-অভিষেক। মঙ্গলবার যে সময়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রোড-শো করছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ঠিক একই সময় পূর্ব মেদিনীপুরের কাঁথি-তে রোড-শো করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ‘দিদির দূত’ গাড়িতে করে কাঁথিতে প্রচার করেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।

নাড্ডার রোড শো-য়ে তেমন ভিড় চোখে না পড়লেও, জনতার ভিড় চোখে পড়ার মতো ছিল অভিষেকের রোড-শোতে। এদিন ঘাটালে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোটের প্রচারে এসে জেপি নাড্ডা বলেন, “বাংলার জনতা স্থির করেই নিয়েছেন যে ভারতীয় জনতা পার্টিকে তাঁরা আশীর্বাদ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেবে বাংলার মানুষই”।

আরও পড়ুন-তৃণমূলে যোগদান বিজেপির দাপুটে নেতা স্বরাজ ঘোষ-সহ একঝাঁক টলি তারকার

পশ্চিমবঙ্গে জিততে মরিয়া বিজেপি। তাই ঘন ঘন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বরা বাংলায় আসছেন প্রচারে। কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ, কখনও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেত্রী স্মৃতি ইরানি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কখনও আবার জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি এর আগেও কখনও মালদহে, কখনও আবার বর্ধমানে রোড-শো করেছেন। আজ বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের তরফে অমিত শাহ এবং জেপি নাড্ডা ছিলেন বাংলায়।

আগামীকাল বুধবার ফের রাজ্যে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব মিলিয়ে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির প্রচার পর্ব একেবারে জোরকদমে চলছে।

Advt