আইএসএসএফ শুটিংয়ে জয়জয়কার ভারতের

0
1

নয়াদিল্লিতে আইএসএসএফ শুটিংয়ে (issf world cup) জয়জয়কার ভারতের( india)। সোমবার মিক্সড টিম ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে জোড়া সোনা জিতল ভারতীয় শুটাররা। সব মিলিয়ে এ দিন ভারতের প্রাপ্তি তিনটি সোনা। যার ফলে ছ’টি সোনা, চারটি রুপো এবং চারটি ব্রোঞ্জ-সহ ভারতের মোট পদক ১৪টি।

১০ মিটার এয়ার পিস্তল বিভাগে এ দিন সোনা জিতলেন ভারতের মনু ভাকের-স‌ৌরভ চৌধুরি জুটি। সৌরভ ও মনু ০-৪ পিছিয়ে গিয়েও ইরানের গোলনাউশ সেভাতোল্লাহি-ফারোঘি জুটিকে হারান ১৬-১২ ফলে। বিশ্বকাপে এই জুটি এই নিয়ে পাঁচ বার মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন।

এ দিন ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের যশস্বিনী দেশয়াল-অভিষেক বর্মা জুটি।

আরও পড়ুন:মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত ১৩

Advt