ভোটারদের মাস্ক-গ্লাভস পরে বুথে ঢোকা বাধ্যতামূলক, করোনা সংক্রমণ ঠেকাতে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

0
1

ফের বাড়ছে করোনা সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে করোনার দ্বিতীয় ওয়েভের। এই পরিস্থতিতে এবার বিধানসভা নির্বাচনে করোনা সংক্রমণ রুখতে কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। করোনা সংক্রমণ ঠেকাতে ভোটারদের মাস্ক-গ্লাভস পরে বুথে ঢোকা বাধ্যতামূলক করতে কড়া নির্দেশিকা জারি করতে চলেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোভিড প্রটোকল না মানলে বুথে ঢুকতে দেওয়া হবে না। বুথে ঢুকতে গেলে পরতে হবে মাস্ক, ডান হাতে পরে থাকতে হবে গ্লাভস। প্রতিটি বুথের বাইরে রাখা থাকবে স্যানিটাইজার। ডান হাতের জন্য গ্লাভসের ব্যবস্থা করবে কমিশন। ভোটদাতার বাঁ হাত খালি থাকবে। ওই হাতেই কালি লাগানো হবে। ভোট দেওয়ার পর ওই গ্লাভস ফেলতে হবে নির্দিষ্ট একটি জায়গায়। ভোটগ্রহণ শেষে ওইসব গ্লাভস নষ্ট করে ফেলবে কমিশন। করোনা আক্রান্ত ভোটদাতাদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা করেছে কমিশন। ওইসব ভোটদাতারা পোস্টাল ব্য়ালটে ভোট দিতে পারবেন।

Advt