একদিনের ক্রিকেটে অভিষেক ঘটল ক্রুনাল পান্ডিয়ার(krunal pandya) । টি-২০ (t-20) ক্রিকেটে দেশের হয়ে খেললেও, একদিনের ক্রিকেটে অভিষেক ঘটল হার্দিক পান্ডিয়ার দাদার। এদিন ভাই হার্দিকের হাত থেকে অভিষেকের সময় টুপি নিলেন দাদা ক্রুনাল। আবেগে কান্নায় ভেসে যান ক্রুনাল।

টুপি নিয়ে আকাশের দিকে তাকিয়ে সদ্য প্রয়াত বাবাকে স্মরণ করলেন ক্রুনাল। আনন্দে চোখের জল দেখা যায় তাঁর। হার্দিককে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় ক্রুনালকে। টি-২০ ক্রিকেটেই এত দিন দেখা যেত দুই ভাইকে। মঙ্গলবার একদিনের ক্রিকেটেও খেলতে নামলেন পান্ডিয়া ব্রার্দাস।
ক্রুনালের সঙ্গে এই ম্যাচে অভিষেক ঘটল কলকাতা নাইট রাইডার্সের পেসার প্রসিদ্ধ কৃষ্ণর।
আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে আহত শতাধিক










































































































































