করোনা আক্রান্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত

0
3

দেশজুড়ে ফের করোনা সংক্রমনের ঘটনা ক্রমশ বাড়ছে। এহেন অবস্থায় মাঝেই রবিবার খবর এসেছিল করোনা ভাইরাসে(coronavirus) আক্রান্ত হয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা(Om Birla)। এরপর সোমবার জানা গেল করোনা আক্রান্ত হয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত(Tirath Singh Rawat)। এদিন সকালে টুইট করে এই তথ্য প্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

সদ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিরথ সিং রাওয়াত। এদিন সকালে টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশে এনে রাওয়াত বলেন, ‘আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। যদিও সম্পূর্ণ সুস্থ রয়েছি আমি। চিকিৎসকদের পরামর্শ মতো নিজেকে আইসোলেশনে রেখেছি।’ পাশাপাশি তিনি আরো লেখেন, ‘বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা দয়া করে সাবধানতা অবলম্বন করুন ও নিজেদের পরীক্ষা করান।’

আরও পড়ুন:অসুস্থ স্ত্রী ,খরচ জোগাতে স্টেশনে কবিতা পড়েন ৯৮-এর বৃদ্ধ কবি!

উল্লেখ্য, দলের অন্দরে সংঘাতের কারণে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করতে বাধ্য হন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াত। এরপরই দিল্লিতে বিজেপির বৈঠকে স্থির করা হয় উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হবেন তিরথ সিং রাওয়াত। গত ১০ মার্চ তিনি মুখ্যমন্ত্রী পদে দায়িত্বগ্রহণ করেন। ক্ষমতায় বসার দুই সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত হলেন তিনি।

Advt