‘শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) জেদের কারণে বাংলার কৃষকরা কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।’ সোমবার পশ্চিম মেদিনীপুরের পিংলায়(pingla) বিজেপির নির্বাচনী সভা থেকে এভাবেই তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি(Smriti Irani)।
সোমবার পশ্চিম মেদিনীপুরে দলীয় প্রচারে গিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন স্মৃতি। তৃণমূল সরকারের বিরুদ্ধে একেরপর এক অভিযোগ তুলে তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, দিদির জেদের জন্যই আজ বাংলার কৃষকরা কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত। জেদ করে কৃষকদের কেন্দ্রের সাহায্য নিতে দেননি দিদি। ১ লাখ কোটি টাকা দেশের দশ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে কেন্দ্র। মোদীজি বলেছিলেন, দিদি বাংলার কৃষককে আমি টাকা দিতে চাই। কৃষকরা ১৮ হাজার টাকা করে পেতে পারতেন। দিদির জন্যই হলো না। সরকার বদলে দিন। তিন বছর ধরে কেন্দ্রের টাকা দিদি দিতে দেয়নি। বাংলার কৃষকদের বঞ্চনা করেছেন।’
আরও পড়ুন:বিধান চন্দ্র রায়ের মতাদর্শকে গুরুত্ব দিয়ে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। রাজনৈতিক প্রচারে ঝড় তুলেছে শাসক-বিরোধী সব পক্ষ। গতকালই নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে গেরুয়া শিবির। বিজেপি দাবি আসন্ন নির্বাচনে ২০০-র বেশি আসন পেতে চলেছে তারা। ফলস্বরূপ গেরুয়া শিবিরের প্রচারে একদিকে যেমন রয়েছেন মোদি-শাহ-নাড্ডা পাশাপাশি প্রচারের ময়দানে নামানো হয়েছে অর্ধেক ক্যাবিনেটকে। সোমবার পশ্চিম মেদিনীপুরের পিংলা এসে এবার তৃণমূল সরকারকে তোপ দেগে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।







































































































































