ছাত্রীকে কুপ্রস্তাব! অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তির দাবিতে কানাইপুর ফাঁড়িতে বিক্ষোভ

0
3

রক্ষকই ভক্ষক! কলেজছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক পুলিসকর্মীর বিরুদ্ধে। কোন্নগরের (Konnogar) কানাইপুর বাসাই কলোনি এলাকার ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা কলকাতা পুলিশের কর্মী সুশান্ত দাস (Sishanta Das) ওরফে টোটোনের বিরুদ্ধে অভিযোগ কানাইপুর কলোনির বাসিন্দা এক কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেন তিনি। ওই ছাত্রীর অভিযোগ, সুশান্ত দাস ওরফে টোটোন ওই ছাত্রীকে মেয়েকে পড়ানোর প্রস্তাব দিয়ে তাঁর ফোন নম্বর (Phone Number) নেন। এরপর সন্ধের পর কানাইপুর স্পোটিং মাঠ এলাকায় ছাত্রীকে একা ডাকেন। ছাত্রীটি যেতে অস্বীকার করলে তাঁকে ফোনে খুবই অশ্লীল কথা ও কুপ্রস্তাব দেন।

এরপর ওই ছাত্রী বিষয়টি বাড়িতে জানাতেই এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পুলিশকর্মী সুশান্ত দাসের কঠিন শাস্তির দাবিতে কানাইপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

আরও পড়ুন-ইস্তাহার নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

এরপর কানাইপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ অনুপ মণ্ডল ছাত্রীর কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে অভিযুক্তের যথাযথ শাস্তির প্রতেশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।

এলাকার বাসিন্দার অভিযোগ, যদি একজন পুলিশ কর্মী একজন ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটাতে পারে তাহলে তারা মানুষের সুরক্ষা কীভাবে দেবে! অভিযুক্ত পুলিশকর্মী সুশান্ত দাস ওরফে টোটোনের কঠোর শাস্তির দাবি জানান এলাকার বাসিন্দারা।

Advt