‘থাবড়ে লাল করে দেব’, পুলিশকে হুমকি মোর্চার আব্বাসের

0
3

ভাঙড় কেন্দ্রে সংযুক্ত মোর্চার ISF প্রার্থী নওশাদ সিদ্দিকি, সম্পর্কে আব্বাস সিদ্দিকির ভাই৷ তাই এই কেন্দ্রে জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে সর্বশক্তি দিয়ে ISF ঝাঁপিয়েছে৷

সেই নওশাদের সমর্থনে ভাঙড়ে (Bhangore) রবিবারের এক সভায় হুমকির সুর আব্বাস সিদ্দিকি’র (Abbas siddiqui) গলায়৷ তিনি স্পষ্ট বলেছেন, “আপনাদের কারোর গায়ে হাত দিলে ছেড়ে কথা বলবেন না। সকলকে নিয়ে রাস্তা অবরোধ করবেন। বাকিটা আমি দেখে নেব।” পাশাপাশি এদিন আব্বাস পুলিশকেও নিশানা করে বলেন, “বাড়ি বাড়ি দিয়ে ‘দাবড়াচ্ছেন’ পুলিশ কর্মীরা। আমাকে বলুন, কে আপনাকে ভয় দেখাচ্ছে? থাবড়ে লাল করে দেব।”

আরও পড়ুন-বিজেপির ইস্তেহার স্রেফ ‘ধাপ্পাবাজি’: কটাক্ষ সুজনের

তাৎপর্যপূর্ণভাবে এদিন নাম না করে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে সমর্থন করেন আব্বাস। তিনি বলেন, “যে ছেলেটি তৃণমূলের হয়ে এতদিন কাজ করল, তাকে ধোঁকা দিয়েছে। আপনাদের সঙ্গে কেউ প্রতারণা করবে এটা মেনে নিতে পারব না।”

প্রসঙ্গত, গত বুধবার আব্বাস সিদ্দিকির সভাকে কেন্দ্র করে ভাঙড়ের ঝিজেরআইট গ্রামে উত্তেজনা ছড়িয়েছিল৷ এরপর রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সংযুক্ত মোর্চার প্রার্থী নওশাদ সিদ্দিকির সমর্থনে সভা করে আব্বাস সিদ্দিকি বলেন, “ভাঙড়ে একটা ছেলের কিছু হলে রাস্তা অবরোধ করবেন, কাউকে ছেড়ে কথা বলবে না।” আব্বাস বলেন, আমাদের ছেলেদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। দলীয় কর্মীদের গায়ে হাত দেওয়া হলে ভাঙড় থানা অবরোধের হুঁশিয়ারিও দেন তিনি৷

Advt