হঠাৎ ভোলবদল: প্রবীর বাড়ি যেতেই ১৮০ ডিগ্রি ঘুরলেন কৃষ্ণা!

0
1

যে বিজেপি (Bjp) প্রার্থীকে ‘মধুচক্রের নায়ক’ বলে অভিযোগ করেছিলেন কৃষ্ণা ভট্টাচার্য, সোমবার সেই প্রবীর ঘোষাল (Prabir Ghosal) বাড়িতে গিয়ে যেতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য। সোমবার, উত্তরপাড়া কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল কৃষ্ণার। কিন্তু এদিন সকালেই তাঁর বাড়িতে যান বিজেপির উত্তরপাড়ার (Uttorpara) প্রার্থী প্রবীর ঘোষাল। আর তারপরেই নির্দল হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান কৃষ্ণা ভট্টাচার্য (Krisna Bhattacharya)।

উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী হিসেবে প্রবীর ঘোষালের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রত্যেকদিন ক্ষোভ উগরে দিচ্ছিলেন কৃষ্ণা ভট্টাচার্য। তিনি বলেছিলেন, দলবদলু প্রবীর ঘোষাল বিভিন্ন দুর্নীতিতে যুক্ত। তাঁকে মানা হবে না। কিন্তু কোন জাদুবলে হঠাৎ এই ভোলবদল? তার উত্তর খুঁজছে কোন্নগরের (Konnogar) মানুষ। তবে এই বিষয়কে কটাক্ষ করে নবগ্রাম অঞ্চল তৃণমূলের (Tmc) সভাপতি অপূর্ব মজুমদার (Apurba Majumder) বলেন, বিজেপির সবটাই টাকার খেলা। বিজেপি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মানুষ বিজেপির এই নোংরা খেলা বুঝে গিয়েছে।