টুইটে খোঁচা দেওয়ার পর এবার বিজেপির ইস্তেহার নিয়ে জনসভাতেও কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সোমবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন তৃণমূল (Tmc) সাংসদ। সেখানে অভিষেক বলেন, “তৃণমূলের ইস্তেহার ডিভিডি (Dvd)- শোনাও যায়, দেখাও যায়। আর বিজেপির (Bjp) ইস্তেহার হল অডিও ক্যাসেট (Audio Cassette) শোনা যায় কিন্তু দেখা যায় না”। অর্থাৎ বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে না বলে অভিযোগ করেন অভিষেক।
বিজেপির ইস্তেহার প্রকাশ নিয়ে তিনি বলেন, “বাংলার নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ হচ্ছে, অথচ সেটা প্রকাশ করছেন একজন গুজরাটি ও একজন মধ্যপ্রদেশের ভদ্রলোক”। বিজেপির সঙ্গে বাংলার সংযোগ নেই এই অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। ইস্তেহার প্রকাশ নিয়েই সেই একই অভিযোগ তুলে ধরলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর ইস্তেহারে মহিলাদের ক্ষমতায়নের পক্ষে প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ বিজেপির ইস্তেহার ভাঁওতায় ভরা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সোনার বাংলার প্রতিশ্রুতি নিয়েও ফের কটাক্ষ করেন যুব তৃণমূলের সভাপতি।
 
 
 
 
 
 
 
 
 
 






























































































































