বৃদ্ধ কবি গোবিন্দ দেবনাথের বয়স ৯৮ বছর। নিবাস সোদপুর ঘোলা। ঘরে ৮৬ বছর বয়সী অসুস্থ স্ত্রী । তবু জীবন যুদ্ধে হার মানতে রাজি নন তিনি । সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে স্ত্রীর চিকিৎসার খরচ জোগাড় করতে, তাই সোদপুর স্টেশনে স্বরচিত কবিতা পড়েন তিনি। তার সেই কবিতায় মুগ্ধ হয়ে পথচলতি মানুষ যে অর্থ দেন তাই দিয়েই স্ত্রীর চিকিৎসা খরচ জোগাড় করেন।
তবু কবি তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কিছুতেই হাত পাততে রাজি নন। বছর তিনেক আগে স্ত্রীর সেরিব্রাল হয়েছিল। চিকিৎসক দুবেলা ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন। কবি বলেন, দুবেলা ফিজিওথেরাপির খরচ ৫০০ টাকা । তারপর খাবার খরচ। আমার এই কবিতাগুলো আমার কাছে প্রেমিকার মতো ।এই বয়সে কোথাও কাজ করে রোজগার করার সামর্থ্য আমার নেই। তাই নিজের লেখা কবিতা মানুষের কাছে পৌঁছে দিয়ে যা পাই, তাই দিয়ে অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ চালাই।
তিনি বলেন, সবিতা আমার জীবনসঙ্গিনী। আমার জন্য অনেক কষ্ট করেছে। এই বয়সে অসুস্থ হয়েছে বলে কিভাবে ওকে ফেলে রাখি! বলতে বলতে চোখ চিকচিক করে ওঠে বৃদ্ধ কবির। তিনি বলতে থাকেন, একসময় বাংলাদেশ থেকে এপারে এসেছিলাম বাবা-মার হাত ধরে। অনেক কষ্টে শৈশবের দিনগুলো কেটেছে। কখনও খাবার জুটতো, আবার কখনও জুটতো না। তবু কবিতা ছিল আমার নিত্যসঙ্গী। সেই কবিতাই আজও আমায় বাঁচিয়ে রেখেছে।
স্থানীয় সোদপুর ক্লাবের সদস্যরা অনেক সাহায্য করেছেন বলে তিনি তাদের কাছে কৃতজ্ঞ। তবু বৃদ্ধ পরজন্মে ফের কবি হয়েই জন্মাতে চান।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.