রাজ্য “বিজেপি একটা ডাকাত পার্টি”, কী বলেলেন মমতা By EBBS Desk - March 21, 2021 0 1 FacebookTwitterPinterestWhatsApp রবিবাসরীয় দুপুরে কাঁথির দক্ষিণ কেন্দ্র থেকে বিরোধী দলগুলোকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বিজেপি একটা ডাকাত পার্টি, হার্মাদ আর গদ্দাররা জুটেছে তার সঙ্গে।